হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: হাইওয়ে পুলিশ

গাড়ি চালানোর সময় মনোযোগে কেন বিঘ্ন ঘটে, তা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টারে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘মহাসড়কে বড় দুর্ঘটনার একটি বড় অংশের জন্য দায়ী গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার। ড্রাইভিংয়ের সময় প্রয়োজনে রাস্তার পাশে গাড়ি সাময়িক পার্ক করে আপনার জরুরি কথা বলে নিতে পারেন।’

এতে আরও বলা হয়, ‘বিভিন্ন গবেষণায় দাবি করা হয়, হ্যান্ডসফ্রি বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করলেও গাড়ি চালানোর সময় কথোপকথন মনোযোগে মারাত্মক বিঘ্ন ঘটায় যা দুর্ঘটনা অবশ্যম্ভাবী করে তোলে।’