গাজীপুর মহানগরীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় ১১ এপ্রিল (সোমবার) রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন এনামুল ওরফে এবাদুল (৩২) এবং মো. সুজন (৩৬)। তাঁদের কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
জিএমপি জানায়, পুলিশের একটি দল টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক এলাকায় ১১ এপ্রিল রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ এনামুল ও সুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।