ঢাকার উত্তরার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন ) গাজীপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ কয়েকজন পুলিশের একটি টিম ১৯ মার্চ সকাল ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নোয়াগাঁও এলাকার জনৈক আমজাদ ভূইয়ার বাড়ীর সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছেন।
পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুক্তি বেগম (৩৮) নামে ১ জন মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেন।
উদ্ধার ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৯ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।