গাজীপুরে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১২ এপিবিএন)। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় ৭ জুলাই (রোববার) অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. শাকিল।
১২ এপিবিএন, উত্তরা, ঢাকা জানায়, ১২ এপিবিএনের একটি দল ৭ জুলাই রাত সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানার একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে। তাঁকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।