নিজেকে বাংলাদেশ পুলিশের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য দাবি করতেন তিনি। এই পরিচয় দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাঁকে গ্রেপ্তার করেছে।
ওই প্রতারকের নাম মো. আরিফ (২০)। তাঁর কাছ থেকে পিবিআই লেখাসংবলিত জ্যাকেট, বাংলাদেশ পুলিশ লেখাসংবলিত মাস্ক এবং পুলিশের ইউনিফর্মে ব্যবহৃত বিভিন্ন প্রতীকসহ পোশাক উদ্ধার করা হয়েছে।
জিএমপি জানায়, ওই প্রতারক নিজেকে পিবিআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এই অবস্থায় জিএমপির টঙ্গী পশ্চিম থানা-পুলিশ থানার সফিউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।