গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। ১৩ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতির সময় ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত চারজন হলো মনিরুজ্জামান হৃদয় (২৭), সাইফুল ইসলাম জীবন (২২), নাহিদ হাসান (২৪) ও নবির হোসেন (২৫)।
জিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির টঙ্গী পশ্চিম থানা-পুলিশের দলটি ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গী পশ্চিম থানার বেক্সিমকোর সামনের সড়কে অভিযান চালিয়ে ওই চারজনকে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।