গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে গাজীপুর সদর থানাধীন সালনা এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. তুহিন (৪২) ও মোছা. পারভিন (২৩)।
গতকাল শুক্রবার জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
জিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।