গাজীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাদকসহ দুজন গ্রেপ্তার হয়েছে। গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. মানিক (৩৫) ও মো. মামুন হোসেন (২২)। তাঁদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে মানিক ও মামুনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।