গাজীপুরে ছিনতাইয়ের চেষ্টার সময় তিন নারী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা এলাকা থেকে ১৪ মে (শনিবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন রাফা, পারভীন ও মর্জিনা। তাঁদের কাছ থেকে একটি চাকু, একটি কাঁচি ও ছিনতাইয়ের ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
জিএমপি জানায়, বাসন থানা-পুলিশের একটি দল ১৪ মে সকাল সোয়া ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় ওই তিন নারীকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।