৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৫ এপিবিএন) গাজীপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ লিটার দেশীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম গজিন্দ্র বর্মন (৫৫)।
৫ এপিবিএন, উত্তরা, ঢাকার সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মোস্তফা হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ এপিবিএনের একটি দল ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে জিএমপির সদর থানার হাতিয়াব এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচাকেনার সময় হাতেনাতে গজিন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ লিটার এবং তার দেখানো আরেকটি ঘর থেকে ৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা। গজিন্দ্রর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।