গাজীপুরে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৫ এপিবিএন) মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকায় ২৭ ফেব্রুয়ারি (সোমবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. রুবেল (২৮) ও মো. ইসমাইল হোসেন (৩০)। তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
৫ এপিবিএন, উত্তরা, ঢাকার সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মোস্তফা হারুন জানান, ৫ এপিবিএনের একটি দল ২৭ ফেব্রুয়ারি জিএমপির গাছা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাছা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে ৫০টি ইয়াবাসহ রুবেল ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।