গাজীপুর শহরে ৪০০ পিস ইয়াবাসহ মো. রুবেল (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শহরের বগারটেক প্রাইমারি স্কুলের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।