গাজীপুর থেকে অপহৃত এক শিশুকে ৮ ঘণ্টার মধ্যে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ জানুয়ারি (শনিবার)
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা এলাকা থেকে মো. আরাফাত হোসেন নামের এক শিশুকে মো. রাকিব চৌধুরী মিলন (৩০) নামের এক ব্যক্তি ২৮ জানুয়ারি সকাল ৯টার দিকে অপহরণ করে রংপুর নিয়ে গিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির পরিবার গাছা থানায় মামলা করে। বিষয়টি জানতে পেরে কাজে নামে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। আরপিএমপির কোতোয়ালি থানা-পুলিশ ২৮ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে রংপুর টেনিস ক্লাব মাঠ থেকে শিশুটি উদ্ধার এবং তাকে অপহরণকারী রাকিবকে গ্রেপ্তার করেছে।