গাইবান্ধা থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার সদস্যরা।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আতাউর রহমানের (৩৭) বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন সরকারপাড়া এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মুকিত মিয়া জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।