গাইবান্ধায় চলছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রক্রিয়া। গাইবান্ধা পুলিশ লাইনসে ২৭ ফেব্রুয়ারি (সোমবার) ছিল এই নিয়োগপ্রক্রিয়ার প্রথম দিন। এদিন সব প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে প্রথম দিনের কার্যক্রম সকাল ৮টায় শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টায়। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৩ হাজার ১৮৫ জন প্রার্থী অনলাইন প্রক্রিয়ায় প্রবেশপত্র সংগ্রহ করলেও ২ হাজার ২৫ জন পুরুষ ও ৩৬৯ জন নারী প্রার্থী উপস্থিত হন। শারীরিক মাপ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে পুরুষ প্রার্থীদের সাধারণ কোটায় ১ হাজার ৭৬৪ জনের মধ্যে ১ হাজার ২৩৫ জন, মুক্তিযোদ্ধা কোটায় ১৪৭ জনের মধ্যে ৯৩ জন, আনসার ও ভিডিপি কোটায় ২১ জনের মধ্যে আটজন, এতিম কোটায় নয়জনের মধ্যে তিনজন, পুলিশ পোষ্য কোটায় ৮০ জনের মধ্যে ৭৩ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় চারজনের মধ্যে তিনজন মোট ১ হাজার ৪১৫ প্রার্থী উত্তীর্ণ হন। নারী প্রার্থীদের মধ্যে সাধারণ কোটায় ৩৩৯ জনের মধ্যে ৯২ জন, মুক্তিযোদ্ধা কোটায় ২০ জনের মধ্যে তিনজন, পুলিশ পোষ্য কোটায় চারজনের মধ্যে দুজন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় চারজনের মধ্যে দুজনসহ মোট ৯৯ জন উত্তীর্ণ হন। নারী ও পুরুষ মিলে সব কোটায় মোট ১ হাজার ৫১৪ প্রার্থী উত্তীর্ণ হন।
জেলা পুলিশ আরও জানায়, নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় অফিসার-ফোর্স নিয়োগ করা হয়েছিল। নিয়োগপ্রক্রিয়ায় যাতে কেউ কোনো প্রকার অবৈধ প্রক্রিয়া বা আর্থিক লেনদেন করতে না পারে, সে জন্য জেলাব্যাপী ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ সংবাদ 
- আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের ব্যবস্থা নেওয়া হচ্ছে
- ডিবি ময়মনসিংহের অভিযানে ৪ অপহরণকারী গ্রেপ্তার
- কাফরুল থানার অভিযানে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেপ্তার
- দক্ষিণখানে অপহরণ চক্রের সদস্য গিট্টু ফাহিম গ্রেপ্তার
- বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা আশুলিয়ায় গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজীরের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
- ফার্মগেটে তিনটি ককটেলসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সিটিটিসি
- ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ২৪৩৯ মামলা
- ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- খুলনা নগরে ইয়াবা, জাল নোটসহ দুজন গ্রেপ্তার