গাইবান্ধায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোবিন্দগঞ্জ থানা এলাকায় ২৩ জানুয়ারি (সোমবার) বিকেলে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. দুলাল ইসলাম (২২)। তার কাছ থেকে ২৪৫টি ইয়াবা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ চরমেরী গ্রামে করতোয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে ২৪৫টি ইয়াবাসহ দুলালকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।ৎ