মেহেরপুরের গাংনী থানাধীন বামুন্দী পুলিশ ক্যাম্পের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী থানাধীন করমদি কুমারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. বিপ্লব নাড়া (৩০) ও টুটুল (২৭)। তাঁদের বাড়ি গাংনী থানা এলাকায়।
বামুন্দী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।