রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি শুকনা গাঁজা, ১০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর কোতোয়ালি থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের ১ নম্বর প্রবেশপথের সামনে মহাসড়কের ফাঁকা জায়গা থেকে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কারবারির নাম সুমন মিয়া (২৩)। তাঁর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ থানার লতাবর এলাকায়।
সুমনের নামে রংপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।