৫০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার মেঘনা থানা পুলিশ।
মেঘনা থানাধীন ৬ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের ছয়ানী মোড়ে বৃহস্পতিবার স্থাপিত চেকপোস্টে প্রাইভেট কার থামিয়ে গাঁজা, গাড়িটিসহ তরিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে।