নগরীতে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
খালিশপুর ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কেএমপির ফেসবুক পেজে সোমবার দেওয়া এক পোস্টে জানানো হয়, গ্রেপ্তার চারজন মাদক কারবারি। তাঁদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা ও ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন কেএমপির খালিশপুর থানার মেগার মোড় এলাকার মো. সাগর (২৪), একই থানার হাউজিং এস্টেটের রিনা বেগম (৪৫), সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ইমদাদুল ইসলাম (৪১) ও যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার ময়না বেগম (৩২)।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।