বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অভিযানে পাঁচ কেজি গাঁজা ও ১৭০টি ইয়াবা বড়িসহ একজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির বন্দর থানার আভিযানিক দল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে চরকাউয়া বরইতলা এলাকা থেকে তাঁকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. মোস্তফা ওরফে রনি ওরফে ছোট্ট (২৮)। তাঁর বাড়ি বন্দর থানার বরইতলা এলাকায়।
ছোট্টর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।