খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও ৩০টি ইয়াবা বড়িসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএমপির ২৪ ঘণ্টার অভিযানে মো. খলিলুর রহমান (৬০), মো. রিপন মন্ডল (৩১) ও মো. মেহেদী হাসানকে (২৩) মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মাদক কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে।