খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১৩টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন মো. সোহেল মল্লিক (২৫), শেখ আওরঙ্গজেব (৬৭) ও হাসিবুর হাসান শান্ত (২০)। তাঁদের বাড়ি দৌলতপুর, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায়।
ওই কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে।