রাজবাড়ীর কালুখালী থানা-পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাতে কালুখালী থানাধীন মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রুহুল বিশ্বাস (৩২) ও তাঁর স্ত্রী সুফিয়া খানম (২৮)। তাঁদের বাড়ি কালুখালী থানাধীন দুর্গাপুর গ্রামে।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।