ফেনীর ছাগলনাইয়া থানা-পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে শুক্রবার (১৯ আগস্ট) এ তথ্য জানানো হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহমেদের নির্দেশনায় একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছাগলনাইয়া থানাধীন মধ্যম মটুয়া এলাকা থেকে গাঁজাসহ মো. জিয়াউল হক (৩৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামি ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম মটুয়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার আসামির নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।