গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১১ এপিবিএন (নারী) উত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে শরিফ ইসলামকে (২৫) মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি টঙ্গীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গোপনে মাদক কারবার করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির নামে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।