কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৫ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটে সদর থানাধীন জালুয়াপাড়া এলাকার পুলেরঘাট বাজার থেকে হযরত আলীকে (৩৭) গ্রেপ্তার করে ডিবি।
হযরত আলীর বাড়ি জেলার পাকুন্দিয়া থানার আদর্শপাড়া এলাকায়।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।