ময়মনসিংহের নান্দাইল থানা-পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা ও সিএনজিচালিত অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নান্দাইল থানাধীন উত্তর মুশুল্লী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা এলাকার মো. জহিরুল ইসলাম (৩৩) ও মো. আলিম উদ্দিন (৪০)।
নান্দাইল থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।