মানিকছড়ি থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ির মানিকছড়িতে গাঁজাসহ সাইফুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ১৪ জুলাই রাত ৮টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মাদকদ্রব্যসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফুল বড়ডলু হিন্দুপাড়া এলাকার বাসিন্দা মৃত শাহিন হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাইফুল নিজ বাড়ির শয়নকক্ষে গাঁজা রেখেছেন। পরে পুলিশ বড়ডলু হিন্দুপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৭০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।