পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চট্টগ্রামের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ১ নম্বর ইস্পাহানি গেটের রওশন শাহ মাজার সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. ফারুকের (৪০) বাড়ি আকবর শাহ থানা এলাকায়।

৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেনস) মো. নুরুল আফছার ভূঁইয়া জানান, আসামির বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করা হয়েছে।