খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়া মেঘনা কলোনির দক্ষিণ গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ওই কারবারির নাম সুরমা খাতুন (২১)। তাঁর বাসা মেঘনা কলোনিতে।
সুরমার নামে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।