কুড়িগ্রামে আলুর বস্তায় মাদক পরিবহনের সময় ১০.৪ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা-পুলিশ। রোববার (১৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বিএসসি মোড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার একটি চৌকস টিম গতকাল রাতে নাগেশ্বরী থানাধীন বিএসসি মোড় নামক স্থানে সড়কে বাসে অভিযান চালিয়ে আলুর বস্তায় আলুর ভেতরে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ রামখান গ্রামের মাদক কারবারি হাফিজুর রহমানকে (৪০) গ্রেপ্তার করে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, মাদক কারবারি হাফিজুরের বিরুদ্ধে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদক ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে। কৌশলে আলুর বস্তায় মাদক পরিবহন করার চেষ্টা করার সময় নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।