২০ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কারসহ তানভীর হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) বেলা ২টার দিকে হানারচর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ২টা ১০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন হানারচর ইউপির হরিণা মাছবাজারসংলগ্ন সড়ক থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ২০ কেজি গাঁজা এবং একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের (বিপিএম, পিপিএম) নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে এসআই ফেরদৌস হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। তাঁর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারি জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।