কিশোরগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব থানার পশ্চিম নয়াহাটি বড়বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চরেরকান্দা এলাকার মো. মোহসিনের ছেলে মো. রাসেল মিয়া (২৬)।
জানা যায়, এসআই মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভৈরব থানার পশ্চিম নয়াহাটি বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারি রাসেলকে গাঁজা বিক্রি করার সময় গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তার রাসেলের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।