মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গতকাল (৯ জানুয়ারি) অলি মিয়া (৩০) নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের লালবাগ এলাকায় প্রবেশমুখ থেকে আসামি অলি মিয়াকে গ্রেপ্তার করে।
তাঁর হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা।
আটক অলি মিয়া শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগের মৃত নাবালগ গাজীর ছেলে।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।