শীত উপেক্ষা করে ময়মনসিংহের বিভিন্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করেন ডিফেন্স পার্টির নৈশপ্রহরীরা। তাঁদের অনেকের তেমন শীতবস্ত্র নেই।
বিষয়টি মাথায় রেখে গভীর রাতে প্রহরীদের শীতবস্ত্র বিতরণ করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
জেলার পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামানের নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল শতাধিক নৈশপ্রহরীর মধ্যে সোয়েটার ও কম্বল বিতরণ করেন। এসব শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রহরীরা।
এর আগেও কোতোয়ালি মডেল থানার ওসি মানবিক কার্যক্রমের কারণে নগরীর সাধারণ মানুষের কাছে ‘মানবিক ওসি’ খ্যাতি লাভ করেন।