চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানাধীন আক্তারুজ্জামান ফ্লাইওভারের তার চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন।
নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিপাড়া এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
তার চুরির ঘটনায় গত ২৪ আগস্ট মামলা হয়েছিল। সে মামলার পরিপ্রেক্ষিতে অভিযানে চালিয়ে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান হৃদয় ওরফে আল-আমিন (২২) ও তাজুল ইসলাম ওরফে নিপুকে (৩০)।
এ দুজনের কাছ থেকে চুরি করা তার ও চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।