খুলনার বয়রায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‘উন্নয়নের অগ্রগতি, দেশসেবায় পুলিশের প্রতিশ্রুতি’ শীর্ষক স্লোগান সামনে রেখে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ সভা হয়।
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ইভ টিজিং, মাদক, বাল্যবিবাহ এবং মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।