খুলনা রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ট্রেনে পাথর নিক্ষেপকারী তিনজনকে গ্রেপ্তার করেছে। যশোরের বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন মো. নুর হোসেন (১৯), মো. তুফান ওরফে পারভেজ (১৩) ও মো. শিহাব হোসেন (১৫)।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ১২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেন খুলনা রেলওয়ে জেলার মন্ডলগাতী (প্রশাসনিক জেলা যশোর) এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কে বা কারা পাথর মেরে ট্রেনের ক্ষতি করে। এরপর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে ট্রেনে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া গেছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।