কেএমপির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

কেএমপির বিভিন্ন থানা এলাকায় ২৫ মার্চ (শুক্রবার) থেকে ২৬ মার্চ (শনিবার) ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়।

কেএমপির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

গ্রেপ্তার পাঁচ আসামি হলেন মো. মামুন হাওলাদার (২২), মো. বিল্লাল হাওলাদার (২৯), মো. রাহাত (১৯), মো. হৃদয় শেখ (২০) ও মো. আব্দুল্লাহ হোসেন (১৯)। তাঁদের কাছ থেকে ৭০টি ইয়াবা বড়ি ও ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা হয়েছে।

কেএমপির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ