খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা।
খুলনা সার্কিট হাউস ময়দানে শুক্রবার জেলা প্রশাসন এবং সুন্দরবন পশ্চিমবঙ্গ বিভাগ, খুলনার আয়োজনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেএমপি কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো, খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসান বিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক এবং বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২-এর সভাপতি মনিরুজ্জামান তালুকদার।