খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে তলা দুটি উদ্বোধন করেন কেএমপি কমিশনার মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম-সেবা।
এর আগে কেএমপি কমিশনার বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনায় পৌঁছালে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ একেএমএন করিম তাঁকে অভ্যর্থনা জানান।
ওই সময় কেএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত রাশিদা বেগম পিপিএম-সেবা, ডেপুটি কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবাসহ অনেকে উপস্থিত ছিলেন।