খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা-পুলিশের অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে সোনাডাঙ্গা থানার এমএ বারী রোডের ডেল্টা লাইফ টাওয়ারের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বটিয়াঘাটা থানা এলাকার মো. কালু শিকদার (৪১) এবং লবণচরা থানা এলাকার মো. আব্দুল হামিদ শিকদার (৭০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।