খুলনায় গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা, ৮০টি ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শরিফুল মোড়ল (২৪), মো. নান্নাহ (২২), মো. সাইফুল ইসলাম (২১), মো. আশিক (২১), মো. সাকিব (২০) এবং সুমন সরদার বাবু (২৪)।
পুলিশ সূত্র জানায়, খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই ছয়জনের বিরুদ্ধে কেএমপির সংশ্লিষ্ট থানায় পাঁচটি মাদক মামলা করা হয়েছে।