খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে লবণচরা থানা এলাকার জিন্নাহপাড়া থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন লবণচরা থানা এলাকার জিন্নাহপাড়ার মো. লেনিন (৩৫) এবং খুলনা সদর থানা এলাকার মো. জনি (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।