খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৩ এপিবিএন) যৌথ অভিযান চালিয়েছে। এ সময় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।
৩ এপিবিএনের অপস অ্যান্ড ইন্টেলিজেন্স জানায়, ২৩ মার্চ দুপুর পৌনে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনার ডুমুরিয়া থানা এলাকায় যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ৩ এপিবিএন। এ সময় তিন দোকানমালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।