খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।খবর কেএমপির।
কেএমপি জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি মো. জলিল শিকদার (৪১), মো. ইদ্রিস মোড়ল (৫৫), মো. আব্দুল মান্নান মোল্যা(৫৭), মো. সালাউদ্দিন মিনা (২০), মো. রাসেল মৃধা (২০), সেলিম মুন্সি (৪২), আবির হাসান ওরফে আবুজার (২৫), শাকিবুর রহমান ওরেফে জিতু (৩০),মো. অলিয়ার রহমান, মো. মনির হাওলাদার (২৫), মো. মিরাজ হাওলাদার (২৪), মো. তফিজুল শরীফ (৩৯), নয়ন কুমার দাস (৩৯) ও মো. শফিকুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে ১ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ২২২ পিস ইয়াবা , ৩০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ টি মামলা করা হয়েছে।