খুলনায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জেলা সদরে শুক্রবার রাত সোয়া ৮টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চালান ডিসি কার্যালয়ের কর্মকর্তা ও এপিবিএন সদস্যরা।
অভিযানে দণ্ডবিধি অনুযায়ী ৯ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
যৌথ অভিযানে জরিমানা আদায় করা হলেও গ্রেপ্তার করা হয়নি কাউকে।