খুলনার খানজাহান আলী থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের জন্য দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকারের খুলনা কার্যালয়ের কর্মকর্তা ও ৩ এপিবিএন সদস্যরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এই অভিযান চালান।
ওই সময় দুটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।