খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার রূপসী বাস কাউন্টারের সামনে থেকে সোমবার রাত ১১টা ১০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন খুলনার দৌলতপুর থানার দক্ষিণ কাশিপুর গ্রামের সাফিয়া বেগম ওরফে সাফি (৪৩) ও ডুমুরিয়া থানার হাজিডাঙ্গা পূর্ব পাড়া এলাকার পলাশ রায় (২৫)।
দুই কারবারির নামে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।